মাঘোৎসব
একপঞ্চত্তম (৫১)
রবিবার,
১১ মাঘ ১২৮৭ বঙ্গাব্দ [২৩ জানুয়ারি ১৮৮১ খ্রিষ্টাব্দ]।
এই উৎসবে রবীন্দ্রনাথকৃত ৭টি গান পরিবেশিত হয়েছিল। এর ভিতরে চারটি গান প্রাতঃকালীন উপাসনায় আদি ব্রাহ্মসমাজ-মন্দিরে এবং তিনটি গান সায়ংকালীন উপাসনায় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে পরিবেশিত হয়েছিল। গানগুলি হলো–
প্রাতঃকালীন অধিবেশন
১. তুমি কি গো আমাদের পিতা [পূজা ও প্রার্থনা -১২] [ তথ্য]
২. মহাসিংহাসনে বসি [পূজা ও প্রার্থনা-৪] [তথ্য]
৩. আমরা যে শিশু অতি [পূজা ও প্রার্থনা ৩] [তথ্য]
৪. তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা [প্রেম-১২১] [তথ্য]
সায়ংকালীন অধিবেশন
১. একি এ সুন্দর শোভা [পূজা-৫৪৩] [তথ্য]
২. দিবানিশি করিয়া যতন [পূজা ও প্রার্থনা-৫] [তথ্য]
৩. কোথা আছ, প্রভু [পূজা ও প্রার্থনা -৬] [তথ্য]
সূত্র:
রবিজীবনী। দ্বি'তীয় খণ্ড। প্রশান্তকুমার পাল। আনন্দ পাবলিশার্স, কলিকাতা। ১৩৯১,
২২ শ্রাবণ।