বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: ৫৩
শিরোনাম:
তুমি কি গো পিতা আমাদের!
পাঠ ও পাঠভেদ:
১২
তুমি কি গো পিতা আমাদের!
ওই-যে নেহারি মুখ অতুল স্নেহের॥
ওই-যে নয়নে তব অরুণকিরণ নব,
বিমল চরণতলে ফুল ফুটে প্রভাতের॥
ওই কি স্নেহের রবে ডাকিছ মোদের সবে।
তোমার আসন ঘেরি দাঁড়াব কি কাছে গিয়া!
হৃদয়ের ফুলগুলি যতনে ফুটায়ে তুলি
দিবে কি বিমল করি প্রসাদসলিল দিয়া॥
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান:
রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। ধারণা করা হয়, ১১ মাঘ ১২৮৭
বঙ্গাব্দ [রবিবার ২৩ জানুয়ারি ১৮৮১ খ্রিষ্টাব্দ] তারিখে অনুষ্ঠিত একপঞ্চাশৎ
(৫১) মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটি রচনা করেছিলেন। এই বিচারে ধারণা
করা হয়- গানটি রবীন্দ্রনাথের ১৯ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ ১০ম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী ভায়রোঁ- তাল কাওয়ালি।পৃষ্ঠা: ৪৪৭-৪৪৮] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ প্রতিভা, ১৩০০)
গীতবিতান
প্রথম খণ্ড (বিশ্বভারতী, ১৩৩৮)
প্রথম খণ্ড (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা ১২।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
স্বরবিতান পঞ্চচত্বারিংশ
(৪৫) খণ্ডের ১৭ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৪০-৪১।
পত্রিকা:
তত্ত্ববোধিনী পত্রিকা (ফাল্গুন ১২৮৭ বঙ্গাব্দ, ১৮০২ শকাব্দ)। [নমুনা]
বীণাবাদিনী (পৌষ ১৩০৪ বঙ্গাব্দ)
পরিবেশনা: এই গানটি ১১ মাঘ ১২৮৭ বঙ্গাব্দ [রবিবার ২৩ জানুয়ারি ১৮৮১ খ্রিষ্টাব্দ] তারিখে অনুষ্ঠিত একপঞ্চাশৎ (৫১) মাঘোৎসবের প্রাতঃকালীন অধিবেশনে গীত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন।
সুর ও তাল:
রাগ- রামকেলি। তাল-ত্রিতাল। [স্বরবিতান-৪৫]
ভৈরব-কাওয়ালি [গান (১৯০৯) তত্ত্ববোধিনী (ফাল্গুন ১২৮৭)]
রাগ: রামকেলী। তাল: ত্রিতাল। [ [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।। পৃষ্ঠা: ৫৫]।
রাগ: রামকেলী। তাল: ত্রিতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ৯৬।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
গ্রহস্বর: সা।
লয়-ঈষৎ দ্রুত।