বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: ৫৬
শিরোনাম:
একি এ সুন্দর শোভা ! কী মুখ হেরি এ !
পাঠ ও পাঠভেদ:
একি এ সুন্দর শোভা ! কী মুখ হেরি এ !
আজি মোর ঘরে আইল হৃদয়নাথ,
প্রেম-উৎস উথলিল আজি ॥
বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী,
কী ধন তোমারে দিব উপহার।
হৃদয় প্রাণ লহো লহো তুমি, কী বলিব-
যাহা-কিছু আছে মম সকলই লও হে নাথ ॥
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১২৮] [নমুনা]
স্বরবিতান ত্রয়োবিংশ (২৩) খণ্ডের পঞ্চম গান। পৃষ্ঠা ১৪-১৫। [নমুনা]
পত্রিকা:
তত্ত্ববোধিনী ( ফাল্গুন ১২৮৭ বঙ্গাব্দ)। রাগিণী ইমন ভূপালি-তাল কাওয়ালি। পৃষ্ঠা: ২১২। [নমুনা]
বীণাবাদিনী ( মাঘ ১৩০৪)। স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল, তবে স্বরলিপিকারের নাম অনুল্লিখিত ছিল।
রেকর্ডসূত্র: পাওয়া যায় নি।
প্রকাশের কালানুক্রম:
গানটি ১২৮৭ বঙ্গাব্দের
১১ মাঘ
[রবিবার ২৩ জানুয়ারি ১৮৮১ খ্রিষ্টাব্দ] তারিখে অনুষ্ঠিত
একপঞ্চাশৎ মাঘোৎসবের সায়ংকালীন অধিবেশনে গীত হয়েছিল। এই সূত্রে
তত্ত্ববোধিনী পত্রিকার 'ফাল্গুন ১২৮৭ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি প্রকাশিত হয়।
এরপর যে সকল পত্রিকা এবং গ্রন্থাদিতে গানটি অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল,
সেগুলো হলো-
রবিচ্ছায়া
(বৈশাখ ১২৯২ বঙ্গাব্দ),
বালক 'শ্রাবণ ১২৯২ বঙ্গাব্দ' সংখ্যা,
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
(১৩০০ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থাবলী
(১৩০৩
বঙ্গাব্দ),
বীণাবাদিনী
'মাঘ ১৩০৪' সংখ্যা,
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ড (১৩১০ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ
দশম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ),
ব্রহ্মসঙ্গীত
স্বরলিপি তৃতীয় ভাগ
(১৩১৩ বঙ্গাব্দ),
গান
প্রথম সংস্করণ
(১৩১৫
বঙ্গাব্দ),
গান
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬
বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত
(১৩২১
বঙ্গাব্দ)।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণে
গানটি
১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত 'ব্রহ্মসঙ্গীত'
অংশ থেকে গৃহীত হয়েছিল।
এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা পর্যায়ের
সুন্দর
উপবিভাগের ২৮
সংখ্য ক গান
হিসেবে।
১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন
মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের ৫৪৩ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ
মাসে।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ/তাল- ইমনভুপালী।ত্রিতাল, প্রাপ্তিস্থান-কণ্ঠকৌমুদী।
সূত্র রবীন্দ্রসংগীতের ত্রিবেণীসংগম/শ্রীমতী ইন্দিরা দেবী চৌধুরানী, পৃষ্ঠা ২১।
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন ব্রহ্মসংগীত [স্বরলিপি তৃতীয় ভাগ]
স্বরলিপি-২৩২৩এ কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপিটি গৃহীত হয়েছে।
সুর ও তাল:
রাগ মিশ্র ভূপালী। ত্রিতাল [স্বরবিতান ২৩]
রাগ-ইমন ভুপালী। তাল-কাওয়ালি [রবিচ্ছায়া, তত্ত্ববোধিনী]
রাগ: ইমন ভূপালী। তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৫]।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
গ্রহস্বর: গা।
লয়: দ্রুত।