বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: ৫৭

শিরোনাম:  তোমারি মধুর রূপে ভরেছ ভুবন

পাঠ ও পাঠভেদ:

            দিবানিশি করিয়া যতন

            হৃদয়েতে রচেছি আসন-

জগতপতি হে, কৃপা করি       হেথা কি করিবে আগমন

অতিশয় বিজন এ ঠাঁই,         কোলাহল কিছু হেথা নাই-

হৃদয়ের নিভৃত নিলয়           করেছি যতনে প্রক্ষালন।

বাহিরের দীপ রবি তারা         ঢালে না সেথায় করধারা-

তুমিই করিবে শুধু দেব,         সেথায় কিরণবরিষণ।

দূরে বাসনা চপল,   দূরে প্রমোদ-কোলাহল-

বিষয়ের মান-অভিমান          করেছে সুদূরে পলায়ন।

কেবল আনন্দ বসি সেথা,       মুখে নাই একটিও কথা-

তোমারি সে পুরোহিত, প্রভু,    করিবে তোমারি আরাধন

নীরবে বসিয়া অবিরল           চরণে দিবে সে অশ্রুজল,

দুয়ারে জাগিয়া রবে একা       মুদিয়া সজল দু’নয়ন