কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার
ঢালিতেছ এত সুখ, ভেঙে গেল-গেল বুক-
যেন এত সুখ হৃদে ধরে না গো আর।
তোমার চরণে দিনু প্রেম-উপহার-
না যদি চাও গো দিতে প্রতিদান তার
নাই বা দিলে তা মোরে, থাকো হৃদি আলো করে,
হৃদয়ে থাকুক জেগে সৌন্দর্য তোমার॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় নাই। রবীন্দ্রনাথের ভগ্নহৃদয় নামক প্রকাশিত হয় ১২৮৮ বঙ্গাব্দের বৈশাখ মাসে। এই গ্রন্থের চারটি পূর্বে কোথাও প্রকাশিত হয় নাই। এর ভিতরে এই গানটিও ছিল। গ্রন্থটির প্রকাশকালের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল- ১৯ বৎসর ১২ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। মুলতান -আড়াঠেকা। পৃষ্ঠা ৪৩৯] [নমুনা]
গীতবিতানের নাট্যগীতি পর্যায়ের ১৪ সংখ্যক গান।
রবিচ্ছায়া [সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২। বিবিধ ৩৯। মূলতান-আড়াঠেকা। পৃষ্ঠা: ৩৫। [নমুনা]
রাগ : মুলতানী।[রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮৪]