বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: ৪০
শিরোনাম:
ও কথা
বোলো না তারে, কভু সে কপট নারে
পাঠ ও পাঠভেদ:
১০
ও কথা বোলো না তারে, কভু সে কপট না রে-
আমার কপাল-দোষে চপল সেজন।
অধীরহৃদয়ে বুঝি শান্তি নাহি পায় খুঁজি,
সদাই মনের মতো করে অন্বেষণ
ভালো সে বাসিত যবে করেনি ছলনা।
মনে মনে জানিত সে সত্য বুঝি ভালোবাসে-
বুঝিতে পারে নি তাহা যৌবনকল্পনা।
হরষে হাসিত যবে হেরিয়া আমায়
সে হাসি কি সত্য নয়। সে যদি কপট হয়
তবে সত্য বলে কিছু নাহি এ ধরায়।
ও কথা বোলো না তারে- কভু সে কপট না রে,
আমার কপাল-দোষে চপল সেজন।
প্রেমমরীচিকা হেরি ধায় সত্য মনে করি
চিনিতে পারে নি সে যে আপনার মন॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা না। গানটি ভারতী পত্রিকার 'ফাল্গুন ১২৮৬' সংখ্যায় প্রকাশিত হয়েছিল। সময় (ফাল্গুন ১২৮৬) রবীন্দ্রনাথের বয়স ছিল - ১৮ বৎসর ৯-১০ মাস।
রাগ: ঝিঁঝিট-খাম্বাজ। (স্বরলিপি নেই)। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩৯]
রাগ: ঝিঁঝিট-খাম্বাজ। (স্বরলিপি নেই) [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭২]