বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
দুয়ারে
বসে আছি, প্রভু
পাঠ ও পাঠভেদ:
দুয়ারে বসে আছি, প্রভু, সারা বেলা-নয়নে বহে অশ্রুবারি।
সংসারে কী আছে হে, হৃদয় না পূরে-
প্রাণের বাসনা প্রাণে লয়ে ফিরেছি হেথা দ্বারে দ্বারে।
সকল ফেলি আমি এসেছি এখানে, বিমুখ হোয়ো না দীনহীনে-
যা করো হে রব প’ড়ে॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ ১০ম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩ ব্রহ্মসঙ্গীত। রাগিণী কামোদ, তাল ধামার। পৃষ্ঠা: ৪৫৩][নমুনা]
সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী কামোদ, তাল ধামার। পৃষ্ঠা: ২৯২। [নমুনা: ২৯২]
গীতবিতান
প্রথম খণ্ড (বিশ্বভারতী, ১৩৩৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা ২৯।
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ প্রতিভা, ১৩০০)
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ব্রহ্মসঙ্গীত ৫৭। রাগিণী কামোদ-তাল ধামার। পৃষ্ঠা: ১৪৩-১৪৪। [নমুনা: ১৪৩, ১৪৪]
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১২৯১) রাগিণী কামোদ, তাল ধামার। পৃষ্ঠা: ২২৫। [নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: স্বরলিপি নেই।
ভাঙা গান:
এটি একটি ভাঙা গান। ইন্দিরাদেবীর রচিত 'রবীন্দ্রসঙ্গীতের
ত্রিবেণী সংগম' গ্রন্থে এই গানটি ভাঙাগানের তালিকাভুক্ত করা হয়েছে।
মূল গান: মেতো ন জাঁড় [কামোদি। ধামার]