বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম:
দুয়ারে বসে আছি, প্রভু

পাঠ ও পাঠভেদ:

দুয়ারে বসে আছি, প্রভু, সারা বেলা-নয়নে বহে অশ্রুবারি।

            সংসারে কী আছে হে, হৃদয় না পূরে-

প্রাণের বাসনা প্রাণে লয়ে       ফিরেছি হেথা দ্বারে দ্বারে।

সকল ফেলি আমি এসেছি এখানে,        বিমুখ হোয়ো না দীনহীনে-

            যা করো হে রব প’ড়ে