বিষয়: রবীন্দ্রসঙ্গীত।

শিরোনাম: শুভদিনে শুভক্ষণে পৃথিবী আনন্দমনে
পাঠ ও পাঠভেদ:
শুভদিনে শুভক্ষণে   পৃথিবী আনন্দমনে
            দুটি হৃদয়ের ফুল উপহার দিল আজ ―
ওই চরণের কাছে  দেখো গো পড়িয়া আছে,
            তোমার দক্ষিণহস্তে তুলে লও রাজরাজ।
এক সূত্র দিয়ে, দেব, গেঁথে রাখো এক সাথে―
টুটে না ছিঁড়ে না যেন, থাকে যেন ওই হাতে।
তোমার শিশির দিয়ে   রাখো তারে বাঁচাইয়ে―
            কী জানি শুকায় পাছে সংসাররৌদ্রের মাঝ ॥