বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
শুভদিনে
শুভক্ষণে পৃথিবী আনন্দমনে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান
(বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
আনুষ্ঠানিক
সংগীত:
৬
শুভদিনে শুভক্ষণে পৃথিবী আনন্দমনে
দুটি হৃদয়ের ফুল উপহার দিল আজ
―
ওই
চরণের কাছে দেখো গো পড়িয়া আছে,
তোমার দক্ষিণহস্তে তুলে লও রাজরাজ।
এক
সূত্র দিয়ে, দেব, গেঁথে রাখো এক সাথে―
টুটে না ছিঁড়ে না যেন, থাকে যেন ওই হাতে।
তোমার শিশির দিয়ে রাখো তারে বাঁচাইয়ে―
কী জানি শুকায় পাছে সংসাররৌদ্রের মাঝ
॥
-
পাণ্ডুলিপির পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত।
রাগিণী সাহানা-তাল যৎ।
পৃষ্ঠা:
৪৬৬]
[নমুনা]
-
গীতবিতান
-
অখণ্ড সংস্করণ,
তৃতীয়
সংস্করণ
(বিশ্বভারতী,
চৈত্র ১৪১৩)
পর্যায়:
প্রকৃতি
১৫৩।
উপবিভাগ: শরৎ-১২,
পৃষ্ঠা: । [নমুনা]
-
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ব্রহ্মসঙ্গীত
৬১।
রাগিণী সাহানা-তাল যৎ,
পৃষ্ঠা: ১৪৬।
[
নমুনা]
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত। গান সংখ্যা ৪২২। রাগিণী সাহানা-তাল
যৎ। পৃষ্ঠা: ১০৫২।
[নমুনা]
- রেকর্ডসূত্র:
- প্রকাশের
কালানুক্রম:
-
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
-
স্বরলিপি:
স্বরলিপি নেই।
-
সুর ও
তাল:
-
রাগিণী :
সাহানা। তাল : যৎ।
[রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ব্রহ্মসঙ্গীত ৬১।]
-
রাগ :
সাহানা। (স্বরলিপি
নেই)[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা: ৭৮।
-
রাগ :
সাহানা। তাল :
যৎ।
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা:
১৩৬।