বিষয়: 
		রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা: 
		
		শিরোনাম: 
		হা, কে বলে দেবে সে ভালোবাসে কি 
মোরে
		পাঠ ও পাঠভেদ: 
	- গীতবিতান 
	(বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
	নাট্যগীতি
	: 
	৩৫
	
		
      
হা, কে বলে দেবে সে ভালোবাসে কি মোরে।
কভু বা সে হেসে চায়, কভু মুখ ফিরায়ে লয়,
কভু বা সে লাজে সারা, কভু বা বিষাদময়ী—
যাব কি কাছে তার। শুধাব চরণ ধ’রে ?।  
		
	
	93A
	 
	
	
	পাঠভেদ: 
	 
	
	
	
	তথ্যানুসন্ধান
	
	
		- 
		
		ক. রচনাকাল ও স্থান:  ১২৯০ 
		বঙ্গাব্দের ফাল্গুন মাসের শেষ সপ্তাহে (মার্চ ১৮৮৪ খ্রিষ্টাব্দ) 
		স্বর্ণকুমারী দেবীর জ্যেষ্ঠা কন্যা হিরন্ময়ী দেবীর সঙ্গে ফণিভূষণ 
		মুখোপাধ্যায়ের বিবাহ হয়। এই বিবাহ উপলক্ষে রবীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, 
		অক্ষয় চৌধুরী এবং স্বর্ণকুমারী দেবী সম্মিলিতভাবে বিবাহ-উৎসব নামক একটি 
		গীতিনাট্য রচনা করেন। গীতিনাট্যটিতে মোট ৪৫টি গান ছিল। এর ভিতর 
		রবীন্দ্রনাথের গান ছিল ২৮টি। এই ২৮টি গানের ভিতর এই গানটি ছিল। এই বিচারে 
		ধারণা করা যায়, গানটি রবীন্দ্রনাথের ২২ বৎসর বয়সের রচনা।
 
- 
		
		খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
			
			গ্রন্থ: 
			
				- 
				
			
				
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। পিলু-কাওয়ালি। পৃষ্ঠা: ৪৪৩] 
 [নমুনা]
- 
				
				
				
				গীতবিতান 
				
- অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: নাট্যগীতি ৩৫, পৃষ্ঠা: । [নমুনা]
 
- 
				রবিচ্ছায়া  (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ 
বঙ্গাব্দ)। বিবিধ ৯৫। পিলু-কাওয়ালি। পৃষ্ঠা: ৭৭। [ 
				নমুনা]
- 
	
	নলিনী  
			
				- 
				নাটক। 
				প্রথম সংস্করণ। আদি ব্রাহ্মসমাজ যন্ত্রে মুদ্রিত।  ১২৯১ 
			বঙ্গাব্দ।
				প্রথম দৃশ্য। নীরদের গান। পিলু-কাওয়ালি। পৃষ্ঠা: ১। 
				[নমুনা]
- 
				
রবীন্দ্ররচনাবলী অচলিত সংগ্রহ। প্রথম খণ্ড (বিশ্বভারতী), মাঘ ১৩৯২। পৃষ্ঠা: ৪০১।  
				
 
- 
স্বরলিপি-গীতিমালা (১৩০৪ বঙ্গাব্দ)।  
				
- 
				স্বরবিতান বিংশ (২০) খণ্ডের 
				(ফাল্গুন ১৪১১) 
				২৫ সংখ্যক 
				গান। পৃষ্ঠা ৭৮।
[নমুনা]
 
 
- গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি: 
		
		
			- ভাঙা গান: 
			এটি একটি ভাঙা গান। ইন্দিরাদেবী চৌধুরানী তাঁর রবীন্দ্রসংগীতের ত্রিবেণীসংগম গ্রন্থে, এই গানটিকে ভাঙাগান হিসেবে উল্লেখ করেছেন। তবে মূল গানের উল্লেখ নেই। রাগ-তালের উল্লেখ আছে বেহাগ-খাম্বাজ। ত্রিতাল।
- স্বরলিপিকার:
			
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কৃত স্বরলিপিটি স্বরবিতান বিংশ (২০) খণ্ডের (ফাল্গুন ১৪১১) সুরান্তর হিসেবে দেওয়া হয়েছে। মূল স্বরলিপিটি কে করেছেন, তা জানা যায় না।	
		
- সুর  ও তাল: 
				- রাগ : পিলু। তাল: ত্রিতাল। [স্বরবিতান বিংশ (২০) খণ্ড (ফাল্গুন ১৪১১)]
- রাগ : পিলু। 
				 [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান 
				।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। 
				পৃষ্ঠা : ৮৪]
- রাগ:  ত্রিতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮৩। 
				পিলু। তাল :
				
- 
				রাগ: পিলু। তাল: ত্রিতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৪।
				
				
 
- বিষয়াঙ্গ:
- সুরাঙ্গ: 
- গ্রহস্বর: 
			সা।
- লয়: 
			
			মধ্য।