বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
প্রভু, এলেম কোথায়।
পাঠ ও পাঠভেদ:
            প্রভু, এলেম কোথায়।
কখন বরষ গেল,   জীবন বহে হায়।
কখন কী-যে হল     জানি নে হায়।
আসিলাম কোথা হতে,    যেতেছি কোন্ পথে
ভাসিয়ে কালস্রোতে তৃণের প্রায়।
মরণসাগর-পানে     চলেছি প্রতিক্ষণ,
তবুও দিবানিশি      মোহেতে অচেতন।
এ জীবন অবহেলে  আঁধারে দিনু ফেলে-
কত-কী গেল চলে,  কত-কী যায়।
শোকে তাপে জরজর            অসহ যাতনায়
শুকায়ে গেছে প্রেম,    হৃদয় মরুপ্রায়।
কাঁদিয়ে হলেম সারা,            হয়েছি দিশাহারা-
কোথা গো ধ্রুবতারা              কোথা গো হায়।