বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আঁখিজল মুছাইলে জননী।
পাঠ ও পাঠভেদ:
৪৯৯
আঁখিজল মুছাইলে জননী—
অসীম স্নেহ তব,
ধন্য তুমি গো,
ধন্য ধন্য তব
করুণা
॥
অনাথ যে তারে তুমি মুখ তুলে চাহিলে,
মলিন যে তারে
বসাইলে পাশে—
তোমার দুয়ার হতে কেহ না ফিরে
যে আসে অমৃতপিয়াসে
॥
দেখেছি আজি তব প্রেমমুখহাসি,
পেয়েছি
চরণচ্ছায়া।
চাহি না আর-কিছু—
পূরেছে কামনা,
ঘুচেছে
হৃদয়বেদনা
॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটি রবীন্দ্রনাথের ২৩ বৎসর বয়সের রচনা। [সূত্র : গীতবিতান কালানুক্রমিক সূচী/প্রভাতকুমার মুখোপাধ্যায়]
গ্রন্থ:
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী রামকেলী-তাল কাওয়ালি। পৃষ্ঠা: ৩৭৫। [নমুনা: ৩৭৫]
গীতবিতান
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৮)
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা : ৪৯৯। উপবিভাগ: বিবিধ-১২৩।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ৪র্থ ভাগ (বৈশাখ ১৩১৫ বঙ্গাব্দ)। রামকেলি-কাওয়ালি। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত ৯। রাগিণী রামকেলী-তাল কাওয়ালি।। পৃষ্ঠা: ১০৯। [নমুনা: ১০৯]
স্বরবিতান চতুর্বিংশ (২৪) খণ্ডের ৩য় গান। পৃষ্ঠা ১১-১২।
পত্রিকা: তত্ত্ববোধিনী (অগ্রহায়ণ ১৮০৬ শকাব্দ, ১২৯১ বঙ্গাব্দ)। রামকেলি-কাওয়ালি। পৃষ্ঠা ১৬৬। [নমুনা]
মূল গান- রামকেলি। ত্রিতাল
জিন ছুঁয়া মারি বৈঁয়া নগরওয়া
নগর লোক সব আভ যাত হৈ
কাছে করত লড়কঁইয়া ॥
হমারে তুমারে সম্প্রীত লগি-হৈ
শুন মনমোহন প্যারে,
বাট ঘাট মৈ অ্যায়সে ন করিও
পড়হুঁ তারি পঁহইয়া ॥ -ইন্দিরাদেবী সংগৃহীত
সূত্র: রবীন্দ্রসঙ্গীত গবেষণা গ্রন্থমালা তৃতীয় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৭৯-৮০।
স্বরলিপিকার: স্বরবিতান-২৪' এর ৭০-৭১ পৃষ্ঠায় কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপিটি সুরভেদ হিসাবে আংশিক মুদ্রিত হয়েছে। উক্ত স্বরবিতানে গৃহীত মূল স্বরলিপিটি কার তা স্পষ্ট নয়।
সুর ও তাল:
রাগ-রামকেলী। তাল-ত্রিতাল। স্বরবিতান-২৪
রাগ-রামকেলী। তাল-কাওয়ালি। তত্ত্ববোধিনী, ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-চতুর্থ ভাগ
রাগ: রামকেলী। তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৪]।
রাগ: রামকেলি। তাল: ত্রিতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৪৮]
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: খেয়ালাঙ্গ।
গ্রহস্বর: মা।
লয়: মধ্য।