কী করিব বলো, সখা, তোমার লাগিয়া।
কী করিলে জুড়াইতে পারিব ও হিয়া॥
এই পেতে দিনু বুক, রাখো, সখা, রাখো মুখ-
ঘুমাও তুমি গো, আমি রহিনু জাগিয়া।
খুলে বলো, বলো সখা, কী দুঃখ তোমার-
অশ্রুজলে মিলাইব অশ্রুজলধার!
একদিন বলেছিলে মোর ভালোবাসা
পাইলে পুরিবে তব হৃদয়ের আশা।
কই সখা, প্রাণ মন করেছি তো সমর্পণ-
দিয়েছি তো যাহা-কিছু আছিল আমার।
তবু কেন শুকালো না অশ্রুজলধার॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি। ভারতী পত্রিকার 'কার্তিক ১২৮৬' সংখ্যায় 'সম্পাদকের বৈঠক' অংশে মোট ১৭টি অনুবাদ-কবিতা ও গান প্রকাশিত হয়। এর ভিতরে এই গানটিও ছিল। ভারতী পত্রিকায় প্রকাশের সময় (কার্তিক ১২৮৬) রবীন্দ্রনাথের বয়স ছিল - ১৮ বৎসর ৫-৬ মাস।
রাগ: মিশ্র ইমন কল্যাণ। স্বরলিপি নেই। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৫]