বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: চলিয়াছি
গৃহপানে, খেলাধুলা অবসান
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: পূজা ও প্রার্থনা' পর্যায়ের ২১
সংখ্যক
গান।
চলিয়াছি
গৃহপানে, খেলাধুলা অবসান।
ডেকে
লও, ডেকে লও, বড়ো শ্রান্ত
মন প্রাণ ॥
ধুলায়
মলিন বাস,
আঁধারে পেয়েছি ত্রাস-
মিটাতে
প্রাণের তৃষা
বিষাদ করেছি পান ॥
খেলিতে
সংসারের খেলা কাতরে কেঁদে্ছি
হায়,
হারায়ে
আশার ধন
অশ্রুবারি ব’হে যায়।
ধুলাঘর
গড়ি যত
ভেঙে ভেঙে পড়ে তত-
চলেছি
নিরাশ-মনে,
সান্ত্বনা করো গো দান ॥
- পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি নাই
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
-
ক.
রচনাকাল ও স্থান:
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: কালমৃগয়ায় এটি শিকারীগণের গান হিসেবে ব্যবহৃত হয়।
- স্বরলিপিকার:
- সুর ও তাল:
-
অহং-কাহারবা। [স্বরবিতান ২৯, কালমৃগয়া (বিশ্বভারতী পৌষ ১৪১২)]
-
রাগ: মিশ্র যোগিয়া। তাল: ত্রিতাল।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।]
পৃষ্ঠা: ৫০।
- রাগ: যোগিয়া। তাল:
ত্রিতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা:
৮৯।