বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: ৩০
শিরোনাম:
কত দিন একসাথে ছিনু ঘুমঘোর
পাঠ ও পাঠভেদ:
কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে,
তবু জানিতাম নাকো ভালোবাসি তোরে।
মনে আছে ছেলেবেলা কত যে খেলেছি খেলা,
কুসুম তুলেছি কত দুইটি আঁচল ভ’রে।
ছিনু সুখে যতদিন দুজনে বিরহহীন
তখন কি জানিতাম ভালোবাসি তোরে!
অবশেষে এ কপাল ভাঙিল যখন,
ছেলেবেলাকার যত ফুরালো স্বপন,
লইয়া দলিত মন হইনু প্রবাসী-
তখন জানিনু, সখী, কত ভালোবাসি॥
পাণ্ডুলিপির পাঠ: 'মালতী পুঁথি'র পাণ্ডুলিপিতে (পাণ্ডুলিপি 231) গানটি পাওয়া যায়। [নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
মালতি পুঁথির
পাণ্ডুলিপিতে দেখা যায়,
ওই কথা
বলো সখী গানটির উপরে নিচে লেখা হয়েছে 'ভালো
যদি বাস, সখী',
কত দিন
'একসাথে ছিনু ঘুমঘোর',
কি হবে বল গো সখি'। এই সূত্রে ধারণা করা যায়, এই গানগুলি বিলেতে অবস্থানকালেই
রচিত হয়েছিল। এর ভিতর 'ওই
কথা বলো সখী' গানটি
ভারতী পত্রিকার 'আষাঢ় ১২৮৬ সংখ্যা'তে। মালতি পুঁথিতে লেখার সূত্রে এই তিনটি
গানকে,
'ওই
কথা বলো সখী' -এর সময়ে অর্থাৎ
রবীন্দ্রনাথে ১৮ বৎসর বয়সের
রচিত বলে
অনুমান করা যায়।
রাগ: ভৈরবী। । (স্বরলিপি নেই) [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৩]।
রাগ: ভৈরবী। তাল: কাওয়ালি (স্বরলিপি নেই) [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৭৯।