বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আজি এনেছে তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে
পাঠ ও পাঠভেদ:
আজি এনেছে তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে।
পবিত্র করপরশ পেয়ে ধরণী লুটিছে তাঁহারি চরণে।
আনন্দে তরুলতা নোয়াইছে মাথা, কুসুম ফুটাইছে শত বরণে॥
আশা উল্লাসে চরাচর হাসে-
কী ভয়, কী ভয় দুঃখ-তাপ-মরণে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায় নি।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১লা বৈশাখ ১২৯১ তারিখে, মহর্ষিভবনে (প্রাতঃকালে) নববর্ষ ব্রাহ্মসমাজ'-এর জন্য তিনি এই গানটি-সহ মোট চারটি গান লিখেছিলেন।
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ ১০ম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী টোড়ি- তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ৪৪৮] [নমুনা]
সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী টোড়ি- তাল ঝাঁপতাল পৃষ্ঠা: ২৫০। [নমুনা]
ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (১৩০০)। ব্রহ্মসঙ্গীত।
গীতবিতান
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। 'পূজা ও প্রার্থনা' পর্যায়ের ২০ সংখ্যক গান ।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত ১৯। রাগিণী টোড়ি- তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ১১৭। [নমুনা: ১১৭]
স্বরবিতান পঞ্চচত্বারিংশ (৪৫) খণ্ডের (চৈত্র ১৪১৩) দ্বিতীয় সংখ্যক গান। পৃষ্ঠা ৭-৮।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (জ্যৈষ্ঠ ১২৯১)। রাগিণী টোড়ি- তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ২৬। [নমুনা]
বিশ্বভারতী পত্রিকা (মাঘ-চৈত্র ১৩৫৮)
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: ইন্দিরাদেবী চৌধুরানী
সুর ও তাল:
রাগ-মিশ্র টোড়ি। তাল-ঝাঁপতাল। [স্বরবিতান পঞ্চচত্বারিংশ (৪৫) খণ্ডের (চৈত্র ১৪১৩)]
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ
গ্রহস্বর: সা