বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায়
পাঠ ও পাঠভেদ:
ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায়,
তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়।
পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু গায়,
কি জানি কিসেরই লাগি প্রাণ করে হায়-হায়॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
কালমৃগয়া (অগ্রহায়ণ ১২৮৯ বঙ্গাব্দ)। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (অচলিত সংগ্রহ : প্রথম খণ্ড, পৃষ্ঠা: ৩২১)
কালমৃগয়া প্রথম সংস্করণ। (অগ্রহায়ণ ১২৮৯ বঙ্গাব্দ)। দ্বিতীয় দৃশ্য। বন। সকলের গান।
রবিচ্ছায়া [সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ। বিবিধ ৬। মিশ্র একতালা। পৃষ্ঠা: ৫] [ নমুনা]
স্বরবিতান ২৯,
কালমৃগয়া (বিশ্বভারতী
পৌষ ১৪১২)। বাণী অংশ: পৃষ্ঠা ৯।
স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৩৫-৩৬। মিশ্র কেদারা-খেমটা।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: কালমৃগয়ায় এটি বনদেবীগণের গান হিসেবে ব্যবহৃত হয়।
স্বরলিপিকার:
ইন্দিরাদেবী চৌধুরানী। [স্বরবিতান ২৯, কালমৃগয়া (বিশ্বভারতী পৌষ ১৪১২)]
সুর ও তাল:
মিশ্র কেদারা-খেমটা। [স্বরবিতান ২৯, কালমৃগয়া (বিশ্বভারতী পৌষ ১৪১২)]
গ্রহস্বর: সমা।