বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
মেঘেরা চলে চলে যায়, চাঁদের ডাকে ‘আয়, আয়’।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: বিচিত্র
পর্যায় ১৩৮।
মেঘেরা চলে চলে যায়,
চাঁদের ডাকে ‘আয়,
আয়’।
ঘুমঘোরে বলে চাঁদ ‘কোথায় কোথায়’
॥
না
জানি কোথা চলিয়াছে,
কী
জানি কী যে সেথা আছে,
আকাশের মাঝে চাঁদ চারি দিকে চায়॥
সুদূরে,
অতি
অতিদূরে,
বুঝি
রে কোন্ সুরপুরে
তারাগুলি ঘিরে ব’সে বাঁশরি বাজায়।
মেঘেরা তাই হেসে হেসে আকাশে চলে ভেসে ভেসে,
লুকিয়ে চাঁদের হাসি চুরি করে যায়॥
- পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায়
নি।
- পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক.
রচনাকাল ও স্থান:
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
প্রকৃতির প্রতিশোধ। অষ্টম
দৃশ্য। বালিকার গান। পৃষ্ঠা: ১০৩]
[নমুনা]
-
গান
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ।]
বেহাগ।
একতালা। গান ১৫৫
পৃষ্ঠা: ১৫৯-১৬০। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, প্রকৃতির প্রতিশোধ (১২৯১ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৪০]
[নমুনা]
- অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: বিচিত্র ১৩৮ পৃষ্ঠা: ৬০৪। [নমুনা]
-
প্রকৃতির প্রতিশোধ
-
প্রথম সংস্করণ (বৈশাখ ১২৯১)। অষ্টম দৃশ্য। বালিকার গান। বেহাগ। পৃষ্ঠা ৪৯।
[নমুনা]
- রবীন্দ্ররচনাবলী প্রথম খণ্ড, বিশ্বভারতী, জ্যৈষ্ঠ ১৩৯৬। প্রকৃতির প্রতিশোধ। অষ্টম দৃশ্য। বালিকার গান। পৃষ্ঠা : ১৮৮]
-
রবিচ্ছায়া
[সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২। বিবিধ ৩৩। বেহাগ। পৃষ্ঠা: ৩০।
[নমুনা]
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। গান সংখ্যা ৬২। মূলতান-আড়খেমটা। পৃষ্ঠা: ৯৮১
[নমুনা]
-
গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি নাই
- স্বরলিপি:
- রাগ: বেহাগ। স্বরলিপি নাই।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি
১৯৯৩)। পৃষ্ঠা: ৭৩]।
- রাগ: বেহাগ। স্বরলিপি নাই।
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা:
১২
৮।