বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: সখা, তুমি আছ কোথা
পাঠ ও পাঠভেদ:
সখা, তুমি আছ কোথা সারা বরষের পরে জানাতে এসেছি ব্যথা ॥
কত মোহ, কত পাপ,  কত শোক, কত তাপ ,
কত যে সয়েছি আমি তোমারে কব সে কথা ॥
যে শুভ্র জীবন তুমি মোরে দিয়েছিলে সখা,
দেখো আজি তাহে কত পড়েছে কলঙ্করেখা।
এনেছি তোমারি কাছে , দাও তাহা দাও মুছে -
নয়নে ঝরিছে বারি ,  দেখো  সভয়ে এসেছি পিতা< ॥
দেখো দেব, চেয়ে দেখো হৃদয়েতে নাহি বল -
সংসারের বায়ুবেগে করিতেছে টলমল।
লহো সে হৃদয় তিলে,  রাখো তব পদমূলে-
সারাটি বরষ যেন নির্ণয়ে রহে গো সেথা ॥