বিষয়: রবীন্দ্রসঙ্গীত
গান সংখ্যা :
শিরোনাম:
সংসারেতে চারি ধার
পাঠ ও পাঠভেদ:
সংসারেতে চারি ধার করিয়াছে অন্ধকার,
নয়নে তোমার জ্যোতি অধিক ফুটেছে তাই।
চৌদিকে বিষাদঘোরে ঘেরিয়া ফেলেছে মোরে,
তোমার আনন্দমুখ হৃদয়ে দেখিতে পাই।
ফেলিয়া শোকের ছায়া মৃত্যু ফিরে পায় পায়,
যতনের ধন যত কেড়ে কেড়ে নিয়ে যায়।
তবু সে মৃত্যুর মাঝে অমৃতমুরতি রাজে,
মৃত্যুশোক পরিহরি ওই মুখপানে চাই।
তোমার আশ্বাসবাণী শুনিতে পেয়েছি প্রভু,
মিছে ভয় মিছে শোক আর করিব না কভু।
হৃদয়ের ব্যথা কব অমৃত যাচিয়া লব-
তোমার অভয়-কোলে পেয়েছি পেয়েছি ঠাঁই।
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)। 'গীতাঞ্জলি' থেকে গৃহীত হয়েছে।
কাব্যগ্রন্থ ১০ম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩ ব্রহ্মসঙ্গীত। রাগিণী আলাইয়া-তাল আড়াঠেকা। পৃষ্ঠা: ৪৫৫] [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০)। ব্রহ্মসঙ্গীত।
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৪৩]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা ১৪।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত ২২। রাগিণী আলাইয়া- তাল আড়াঠেকা। পৃষ্ঠা: ১১৯। [নমুনা: ১১৯]
স্বরবিতান অষ্টম (৮) (বিশ্বভারতী, মাঘ ১৪১৫) খণ্ডের ১৪ সংখ্যক গান, পৃষ্ঠা : ৩৪-৩৬।
রেকর্ডসূত্র:
প্রকাশের কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
সুর ও তাল:
স্বরবিতান অষ্টম (৮) খণ্ডে (বিশ্বভারতী, মাঘ ১৪১৫) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে উল্লেখ রয়েছে আলাইয়া ও আড়াঠেকা।
রাগ : আলাহিয়া বিলাবল। তাল : আড়া ঠেকা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮০।
রাগ: আলাইয়া। তাল: আড়াঠেকা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৯।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: পা।
লয়: