বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: পিতার
দুয়ারে দাঁড়াইয়া সবে ভুলে যাও অভিমান।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
'আনুষ্ঠানিক সংগীত'
পর্যায়ের চতুর্থ গান
।
জগতের
পুরোহিত তুমি- তোমার এ জগৎ-মাঝারে
এক চায়
একেরে পাইতে, দুই চায় এক হইবারে।
ফুলে
ফুলে করে কোলাকুলি, গলাগলি অরুণে উষায়।
মেঘ
দেখে মেঘ ছুটে আসে, প্রভু হে, তোমারি হল জয়-
তোমার
কৃপায় এক হল আজি এই যুগলহৃদয়
যে হাতে
দিয়েছ তুমি বেঁধে শশধরে ধরার প্রণয়ে
সেই
হাতে বাঁধিয়াছ তুমি এই দুটি হৃদয়ে হৃদয়ে।
জগত
গাহিছে জয়-জয়, উঠেছে হরষকোলাহল,
প্রেমের
বাতাস বহিতেছে- ছুটিতেছে প্রেম পরিমল।
পাখিরা
গাও গো গান, কহো বায়ু চরাচরময়-
মহেশের
প্রেমের জগতে প্রেমের হইল আজি জয়
॥
- পাণ্ডুলিপির
পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায়
নি।
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
-
ক.
রচনাকাল ও স্থান:
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত।
রাগিণী খাম্বাজ-তাল একতালা। পৃষ্ঠা: ৪৬৬]
[নমুনা]
-
গীতবিতানের 'আনুষ্ঠানিক
সংগীত' পর্যায়ের চতুর্থ গান
।
-
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ব্রহ্মসঙ্গীত ৭৩।
রাগিণী খাম্বাজ-তাল একতালা।
পৃষ্ঠা: ১৫৫-১৫৭।
[নমুনা:
প্রথমাংশ ,
দ্বিতীয়াংশ,
শেষাংশ]
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত গান সংখ্যা: ৪১৬। রাগিণী খাম্বাজ-তাল একতালা। পৃষ্ঠা: ১০৫০-৫১। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:স্বরলিপি
নাই।