বিষয়: 
		রবীন্দ্রসঙ্গীত। 
		শিরোনাম: 
		
শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার
		পাঠ ও পাঠভেদ:  
	- গীতবিতান 
	(বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
	আনুষ্ঠানিক
	: 
	৯
শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার,
		                          শিখাও প্রেমের শিক্ষা, কোথা যাবে আর॥
		                          যে প্রেম সুখেতে কভু মলিন না হয়, প্রভু,
		                          যে প্রেম দুঃখেতে ধরে উজ্জ্বল আকার॥
		                          যে প্রেম সমান ভাবে রবে চিরদিন,
		                          নিমেষে নিমেষে যাহা হইবে নবীন।
		                          যে প্রেমের শুভ্র হাসি প্রভাতকিরণরাশি,
		                          
		যে প্রেমের অশ্রুজল শিশির উষার॥
		                          যে প্রেমের পথ গেছে অমৃতসদনে
		                          সে প্রেম দেখায়ে দাও পথিক-দুজনে।
		                          
		যদি কভু শ্রান্ত হয় কোলে নিয়ো দয়াময়
		―
		                          যদি কভু পথ ভোলে দেখায়ো আবার॥
	- 
	
	পাণ্ডুলিপির পাঠ: 
	পাওয়া যায়নি।
- 
	
	পাঠভেদ: 
	 
- 
	
	তথ্যানুসন্ধান
 
		- 
		
		ক. রচনাকাল ও স্থান:  
- 
		
		খ. 
		প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
			
			গ্রন্থ: 
			
				- 
		
		কাব্যগ্রন্থাবলী 
				
				[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। বেহাগ। পৃষ্ঠা: 
				৪৬৬]  [নমুনা]
- 
				
				গীতবিতান
					- 
					
					প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
					[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮,
কাব্য-গ্রন্থাবলী 
					(১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। 
					পৃষ্ঠা: ১৭৬] 
					[নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় 
					সংস্করণ 
					(বিশ্বভারতী,
					চৈত্র ১৪১৩), 
					পর্যায়:
					
					আনুষ্ঠানিক,
					গান সংখ্যা ৯, 
					পৃষ্ঠা: । [নমুনা]
 
- 
				
				
				
				রবিচ্ছায়া(সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ব্রহ্মসঙ্গীত 
				৫৪। 
				বেহাগ। পৃষ্ঠা: 
				১৪২-১৪৩।[নমুনা:
				
প্রথমাংশ,
				শেষাংশ]
- 
 রবীন্দ্রগ্রন্থাবলী 
 	(হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত।  গান সংখ্যা ৪২১। বেহাগ।
 পৃষ্ঠা: ১০৫২। [নমুনা]
- 
				
				
				
				
				স্বরবিতান অষ্টম (৮) খণ্ডের ২০ সংখ্যক গান। পৃষ্ঠা : 
				৪৮-৪৯।
 
- 
			
			রেকর্ডসূত্র:
- 
			
			প্রকাশের 
			কালানুক্রম: 
 
 
- 
		
		গ.
		
		সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
		
		
			- 
			
			স্বরলিপি:
			
			[স্বরলিপি]
- 
			
			
			স্বরলিপিকার:
			
- 
			
			সুর ও 
			তাল:
				- 
				
				
				
				
				স্বরবিতান অষ্টম (৮) খণ্ডে
				( বঙ্গাব্দ) 
				গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি মাত্রা ছন্দে  তালে নিবদ্ধ।                       
- 
				
				রাগ : 
				বেহাগ। তাল : ত্রিতাল। ;[রবীন্দ্রসংগীত: 
				রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
				
				
				পৃষ্ঠা: ৭৮।
 [রবীন্দ্রনাথের 
				কীর্তনাঙ্গের গানের তালিকা]
- 
				
				রাগ : 
				বেহাগ। তাল : ত্রিতাল।
				[রাগরাগিণীর 
				এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ 
				রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], 
				পৃষ্ঠা: 
				১৩৬।
 
- 
			
			বিষয়াঙ্গ:
- 
			
			সুরাঙ্গ:
			
- 
			
			গ্রহস্বর: 
			
- 
			
			লয়: