বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
ভবকোলাহল ছাড়িয়ে
পাঠ ও পাঠভেদ:
ভবকোলাহল ছাড়িয়ে
বিরলে এসেছি হে॥
জুড়াব হিয়া তোমায় দেখি,
সুধারসে মগন হব হে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায় নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ
অষ্টমখণ্ড (মজুমদার
লাইব্রেরি ১৩১০)
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী টোড়ি-তাল
ঢিমা তেতালা।
পৃষ্ঠা: ৪৫৪] [নমুনা]
সিটি বুক সোসাইটি, ১৩১৫
বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান
প্রেস
(১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী টোড়ি-তাল
ঢিমা তেতালা। পৃষ্ঠা: ৩৫৮ [নমুনা:
৩৫৮ ]
গানের বহি ও বাল্মীকি
প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১৩০০)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
'পূজা ও প্রার্থনা'
পর্যায়ের ২৩ সংখ্যক
গান
।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (অগ্রহায়ণ ১২৯১)। রাগিণী টৌড়ি-তাল ঢিমাতেতালা। পৃষ্ঠা: ১৬২ [নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙাগান: এটি একটি ভাঙা গান। ইন্দিরাদেবী তাঁর 'রবীন্দ্রসঙ্গীতের ত্রিবেণী সংগম' গ্রন্থে মূল গানটি হিসেবে উল্লেখ করেছেন 'কাহ্ন ন কর মোসে (দরবারী টৌড়ি। ঢিমাতেতালা)] ।