বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
সমুখেতে বহিছে তটিনী
সমুখেতে বহিছে তটিনী, দুটি তারা আকাশে ফুটিয়া।
বায়ু বহে পরিমল লুটিয়া
সাঁঝের অধর হতে ম্লান হাসি
পড়িছে টুটিয়া॥
দিবস বিদায় চাহে, যমুনা বিলাপ গাহে―
সায়াহ্নেরই রাঙা পায়ে কেঁদে কেঁদে পড়িছে লুটিয়া॥
এসো বঁধু, তোমায় ডাকি―
দোঁহে হেথা বসে থাকি,
আকাশের পানে চেয়ে জলদের
খেলা দেখি,
আঁখি-'পরে তারাগুলি একে একে উঠিবে ফুটিয়া॥
- পাণ্ডুলিপির পাঠ:
পাওয়া যায়নি।
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
১২৮৯
বঙ্গাব্দে
এই গানটি রচিত হয়।
এই বিচারে গানটি রবীন্দ্রনাথের
২১ বৎসর বয়সের রচনা।
প্রভাতকুমার মুখোপাধ্যায়]
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
- কাব্যগ্রন্থ ৯
(১৩১০
বঙ্গাব্দ)।
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
গান।
ঝিঁঝিট সিন্ধু-কাওয়ালি।
পৃষ্ঠা ৪৩৮]
[নমুনা]
-
কালমৃগয়া
-
দ্বিতীয় দৃশ্য,বনদেবীগণের গান। মিশ্র সিন্ধু-ঢিমে তেতালা
-
(রবীন্দ্র রচনাবলী,
অচলিত সংগ্রহ, প্রথম খণ্ড, বিশ্বভারতী, মাঘ ১৩৯২ বঙ্গাব্দ, পৃষ্ঠা ৩২১)
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)
'গান' অংশ থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১২১-১২২]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
-এর প্রেম
(প্রেম
বৈচিত্র্য-৩৪১)পর্যায়ের ৩৭০ সংখ্যক গান।
- গানের
বহি ও বাল্মীকি প্রতিভা (বৈশাখ
১৩০০
বঙ্গাব্দ)
- চৈতালী
(১৩০৩ বঙ্গাব্দ)। ১৩০৩ বঙ্গাব্দের
কাব্যগ্রন্থাবলীর
'গান' অংশ হতে।
- ভারতীয় সঙ্গীতমুক্তাবলী,
দ্বিতীয় ভাগ (১৮৮৪ খ্রিষ্টাব্দ)।বাঙ্গালীর গান (১৩১২
বঙ্গাব্দ)।
-
রবিচ্ছায়া
[সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২
বঙ্গাব্দ। বিবিধ
৪। ঝিঁঝিট সিন্ধু-কাওয়ালি]
[নমুনা]
- রবীন্দ্র গ্রন্থাবলী
হিতবাদী (১৩১১বঙ্গাব্দ)।
- সঙ্গীতকোষ (১৩০৩ বঙ্গাব্দ)।
- সঙ্গীতসার সংগ্রহ
দ্বিতীয় ভাগ (১৩০৬ বঙ্গাব্দ)।
- স্বরলিপি-গীতিমালা (১৩০৪ বঙ্গাব্দ)।
-
স্বরবিতান ঊনত্রিংশ
(২৯, কালমৃগয়া) খণ্ডের (পৌষ ১৪১২ বঙ্গাব্দ) ৯ সংখ্যক গান। পৃষ্ঠা :
৩৪-৩৫।
- গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
- সুরকার:
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
।
[স্বরলিপি-গীতি-মালা প্রথম খণ্ড, তৃতীয় সংস্করণ। ডোয়ার্কিন এণ্ড সন্স,
১৩৪৮]। মিশ্র সিন্ধু। কাওয়ালী। পৃষ্ঠা: ২১-২২ পৃষ্ঠা।
- স্বরলিপি:
- স্বরলিপিকার:
- ইন্দিরাদেবী
চৌধুরানী।
-
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
।
[স্বরলিপি-গীতি-মালা প্রথম খণ্ড, তৃতীয় সংস্করণ। ডোয়ার্কিন এণ্ড সন্স,
১৩৪৮]। মিশ্র সিন্ধু। কাওয়ালী। পৃষ্ঠা: ২১-২২ পৃষ্ঠা।
- সুর ও তাল:
-
স্বরবিতান ঊনত্রিংশ (২৯, কালমৃগয়া) খণ্ডের (পৌষ ১৪১২ বঙ্গাব্দ)
গৃহীত গানটির
স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে
উল্লেখ রয়েছে
যথাক্রমে মিশ্র সিন্ধু ও ত্রিতাল
[ত্রিতাল
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : মিশ্র সিন্ধু।
[রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮০]
- রাগ :
মিশ্র কাফি।
তাল :
ত্রিতাল
।[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮১।
- রাগ:
সিন্ধু।
তাল:
ত্রিতাল।
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য
সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা: ১৪১।
- বিষয়াঙ্গ:
- সুরাঙ্গ:
- গ্রহস্বর: সা।
- লয়:
মধ্য।