বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
না সখা,
মনের ব্যথা কোরো না গোপন।
পাঠ ও পাঠভেদ:
না সখা, মনের ব্যথা কোরো না গোপন।
যবে অশ্রুজল হায় উচ্ছ্বসি উঠিতে গোপন।
রুধিয়া রেখো না তাহা আমারি কারণ।
চিনি, সখা, চিনি তব ও দারুণ হাসি-
ওর চেয়ে কত ভালো অশ্রুজলরাশি।
মাথা খাও-অভাগীরে কোরো না বঞ্চনা,
ছদ্মবেশে আবরিয়া রেখো না যন্ত্রণা।
মমতার অশ্রুজলে নিভাইব সে অনলে,
ভালো যদি বাস তবে রাখো এ প্রার্থনা॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ: পাঠভেদ আছে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি। ভারতী পত্রিকার 'কার্তিক ১২৮৬' সংখ্যায় 'সম্পাদকের বৈঠক' অংশে মোট ১৭টি অনুবাদ-কবিতা ও গান প্রকাশিত হয়। এর ভিতরে এই গানটিও ছিল। ভারতী পত্রিকায় প্রকাশের সময় (কার্তিক ১২৮৬) রবীন্দ্রনাথের বয়স ছিল - ১৮ বৎসর ৫-৬ মাস।
অঙ্গ: কীর্তন। তাল- দাদরা/খেমটা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৬২]