জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান
সিন্ধু
সজনি লো বল কেন কেন এ পোড়া প্রাণ গেল না
সহে না যাতনা,
সহে না যাতনা
এনে দে এনে দে বিষ, আর যে ল পারি না।
- রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি প্রথম জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রচিত
স্বপ্নময়ী নাটকের জন্য ব্যবহৃত হয়েছিল। এই নাটকটি প্রথম প্রকাশিত হয়েছিল- ১২ চৈত্র ১২৮৮, ২৪ মার্চ ১৮৮২ খ্রিষ্টাব্দ।।
- গ্রন্থ:
-
স্বপ্নময়ী
- প্রথম প্রকাশ: ১২ চৈত্র ১২৮৮, ২৪ মার্চ ১৮৮২ খ্রিষ্টাব্দ।
আদি ব্রাহ্মসমাজ যন্ত্র)।
[চতুর্থ অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্ক। জেহেনার
গান। সিন্ধু] পৃষ্ঠা: ১৩১
- জ্যোতিরিন্দ্রনাথের নাট্যসংগ্রহ (প্রথম প্রকাশ।
বিশ্বভারতী। অগ্রহায়ণ ১৩৭৬)।
[দ্বিতীয় অঙ্ক, তৃতীয়
গর্ভাঙ্ক। জেহেনার গান। রাগিণী বেহাগ। পৃষ্ঠা: ৫১৬।