পূর্বাণী
ঢাকা ধ্বনি-বিস্তার কেন্দ্র থেকে প্রচারিত গীতি
আলেখ্য।
১৯৪০ খ্রিষ্টাব্দের ১৬ই ডিসেম্বর (সোমবার, ১ পৌষ ১৩৪৭), ঢাকা ধ্বনি-বিস্তার
কেন্দ্রের বর্ষপুর্তি অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম আমন্ত্রিত হয়ে ঢাকা
আসেন। তার সঙ্গে শিল্পী হিসেবে ছিলেন অনিমা দাশগুপ্তা, শৈলদেবী,
দেবাশীষ দাশগুপ্ত, চিত্তরায়, সুপ্রভা সরকার প্রমুখ। বর্ষপূর্তিতে
নজরুলের রচিত, সুরারোপিত এবং পরিচালিত গীতি-নকশা 'পূর্বাণী' সম্প্রচারিত হয়েছিল। এর ধারা
বিবরণী দিয়েছিলেন রণেন কুশারী।
পূর্বাণী বেতার থেকে প্রচারিত হয়েছিল- রাত ৮টায়। বেতার জগতের ১১শ বর্ষ ২৪শ সংখ্যায়
[পৃষ্ঠা: ১৩১৩] লেখা হয়েছিল- '...'পূর্ব্বাণী' -গীতচ্ছবি। রচনা ও প্রবর্ত্তনা-কাজি
নজরুল ইসলাম। ঢাকা বেতার তানচক্র সহযোগে-এই গীতচ্ছবিটিতে শতনদী কলধারা-বিধৌত
পূর্ব্ব-বঙ্গের প্রাণের বাণী ফুটিয়ে তোলা হয়েছে।'
ঢাকা বেতার কেন্দ্রের বর্ষপূর্তি উপলক্ষে কাজী নজরুল ইসলাম আমন্ত্রিত হয়ে ঢাকা
আসেন। তার সঙ্গে শিল্পী হিসেবে ছিলেন অনিমা দাশগুপ্তা, শৈলদেবী, দেবাশীষ দাশগুপ্ত,
চিত্তরায়, সুপ্রভা সরকার প্রমুখ। বর্ষপূর্তিতে নজরুলের রচিত, সুরারোপিত এবং
পরিচালিত গীতি-নকশা 'পূর্বাণী' সম্প্রচারিত হয়েছিল। এর ধারা বিবরণী দিয়েছিলেন রণেন
কুশারী। যন্ত্রাণুসঙ্গে ছিল- ঢাকা রেডিও অর্কেষ্ট্রা। এইব
অনুষ্ঠানে প্রচারিত দুটি গানের কথা জানা যায়। গান দুটি হলো-
- আকাশ গঙ্গা স্রোতে [তথ্য]
- আমি পূরব দেশের পূরনারী
[তথ্য]
সূত্র:
- বেতারে জগৎ। ১১শ বর্ষ ২৪শ সংখ্যায় [পৃষ্ঠা: ১৩১৩]
- নজরুল যখন বেতারে। আসাদুল হক (বাংলাদেশ শিল্পকলা একাডেমী। মার্চ
১৯৯৯)। ঢাকা বেতারে নজরুলের 'পূর্বাণী' গীতি-আলেখ্য। পৃষ্ঠা: ২২৬-২২৮।
- The Indian Listner. Vol. V. No.24, p.1892