বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম:
আকাশ গঙ্গা হতে, কার গানের তরী যায় ভেসে ভেসে।
 

আকাশ গঙ্গা স্রোতে, কার গানের তরী যায় ভেসে ভেসে।
হল ঘরে থাকা দায়, ওর সাথে যেতে চায় মন নিরুদ্দেশে (গো)॥
ওর সুরের মালা নিতে নাই কি গো কেউ,
ও গানে মোর বুকে কেন ওঠে ঢেউ।
ওর চাঁদ-মুখের গানে চাঁদিনী রাতি আনে গগন মগন হয় স্বপ্নাবেশে॥
ও গানের ছন্দে কারে কি কথা কয়,
ও কাহার কাছে এত মিনতি জানায়।
সুরের আড়াল টেনে মনের ব্যথা, কেন লুকাইতে চায় (গো)।
কাঁটা-লতার মত ওর কথাগুলি হায়, যেন জড়াইতে চায় মোর আকুল কেশে॥