বিষের বাঁশী
কাজী নজরুল ইসলাম

 

          বিজয় গান
             [গান]

    অভ্র-ভেদী তোমার ধ্বজা
                    উড়্‌লে আকাশ-পথে।
        মাগো, তোমার রথ আনা ঐ
                    রক্ত-সেনার রথে॥
        ললাট-ভরা জয়ের টীকা
        অঙ্গে নাচে অগ্নি-শিখা,
        রক্তে জ্বলে বহ্নি-লিখা, মা!
                    ঐ বাজে তোর বিজয়-ভেরি,
                    নাই দেরি আর নাই মা দেরি,
                            মুক্ত তোমার হ'তে॥ 

আনো তোমার বরণ-ডালা, আনো তোমার শঙ্খ, নারী!
ঐ দ্বারে মা'র মুক্তি-সেনা, বিজয়-বাজা উঠ্‌ছে তারি।
        ওরে ভীরু! ওরে মরা!
        মরার ভয়ে যাস্‌নি তোরা;
        তোদেরও আজ ডাক্‌ছি মোরা ভাই!
                ঐ খোলে রে মুক্তি-তোরণ,
                আজ একাকার জীবন-মরণ
                            মুক্ত এ ভারতে॥

রচনাকাল: 'বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা'য় প্রকাশিত গানটির সাথে রচনার স্থান উল্লেখ ছিল- কান্দিরপাড়, কুমিল্লা'। নজরুল কান্দিরপাড়ে এসেছিলেন ৪ঠা আষাঢ় ১৩২৮ (১৮ই জুন ১৯২১) এবং ২৪ আষাঢ় ১৩২৮ (৮ই জুলাই ১৯২১) তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। তাই ধরেই নেওয়া যায়- এই গানটি তিনি রচনা করেছিলেন  ৪ঠা আষাঢ় থেকে ২৪ আষাঢ়ের ভিতরে।