ছায়ানট
কাজী নজরুল ইসলাম


                    চিরন্তনী প্রিয়া

                    একটি শুধু বেদনা-মানিক আমার মনের মণিকোঠায়
                    সেই তো আমার বিজন ঘরে দুঃখ রাতের আঁধার টুটায়।
                                সেই মানিকের রক্ত-আলো
                                ভুলাল মোর মন ভুলাল গো।
                    সেই মানিকের করুণ কিরণ আমার বুকে মুখে লুটায়।
আজ     রিক্ত আমি কান্না হাসির দাবি দাওয়ার বাঁধন ছিঁড়ে
        বেদনা-মণির শিখার মায়াই রইল একা জীবন ঘিরে।
                                এ কালফণী অনেক খুঁজি
                                পেয়েছে ওই একটি পুঁজি গো!
আমার   চোখের জলে ওই মণিদীপ আগুন হাসির ফিনিক ফোটায়।

কলিকাতা
ভাদ্র ১৩২৮

মানসী ও মর্ম্মমাণী পত্রিকায় 'ভাদ্র ১৩২ সংখ্যায় কবিতাটি প্রকাশিত হয়েছিল।