চিত্তনামা 'দেশবন্ধু
যখন মারা যান তখন কবি এই বাড়িতেই ছিলেন। দেশবন্ধুর
মৃত্যু সংবাদ শুনে কৰি কয়েক মুহূর্ত নিশ্চল
থেকে দশ মিনিটের মধ্যে একটা 'অর্ঘ্য' বলে গান লিখে সুর দিয়ে
বিদ্যামন্দিরে এলেন- ... এই গানটি লেখেন ১৩৩২ সালের ৩রা
আষাঢ়। দেশবন্ধুর শবাধারে রচনাটি মালার সঙ্গে অর্ঘ্যস্বরূপ জুড়ে দেওয়া
হয়েছিল নৈহাটি স্টেশনে।'
কাজী নজরুল ইসলাম
অর্ঘ্য
হায় চির-ভোলা! হিমালয় হতে
অমৃত আনিতে গিয়া
ফিরিয়া এলে যে নীলকণ্ঠের
মৃত্যু-গরল পিয়া!
কেন এত ভালো বেসেছিলে তুমি
এই ধরণির ধূলি?
দেবতারা তাই দামামা বাজায়ে
স্বর্গে লইল তুলি!
হুগলি
৩রা আষাঢ়, ১৩৩২
গানটির রচনার স্থান ও কাল ও
'হুগলি/৩রা আষাঢ় ১৩৩২'।
চিত্তরঞ্জন দাশের মৃত্য সংবাদ শুনে নজরুল গানটি রচনা
করেছিলেন। এই সম্পর্কে প্রাণতোষ
চট্টোপাধ্যায় তাঁর 'কাজী
নজরুল' গ্রন্থে লিখেছেন- [পৃষ্ঠা:
৬৯]
গানটি এই-
"হায় চির ভোলা;
হিমালয় হতে
অমৃত আনিতে গিয়া..."