দোলন-চাঁপা
কাজীনজরুল ইসলাম
দোদুল দুল
অসম্বৃত্ সোহাগ্-ঘায় দোলন্-গায় কাঁপন খায় আপন পায়, পায়ের নখ মাথার চুল দোদুল দুল্ দোদুল দুল! পরাগ-ফাগ ছড়ায় আজ শিরাজ-বাগ ইরান-গুল, দোলন্-দোল দে বুলবুল, দোদুল দুল্ দোদুল দুল!
কাঁকন চায় রিমিক ঝিম ঝিমিক ঝিম! আঁচল-বীণ চাবির রিং বুলায় নিদ ঢুলায় ঢুল্ৰ দোদুল দুল্ দোদুল দুল!
নিশাস-রেশ আদর ঘায় দোলায় দোল্ দোলায় দোল্ শরম-লোল মরম-মূল দোদুল দুল্ দোদুল দুল!
কলস্-কাঁখ দোদুল দুল্ দোদুল দুল! |
রচনা ও
প্রকাশকাল:
নজরুল রচনাবলী 'দোদুল-দুল' ১৩২৯ চৈত্রের 'প্রবাসীতে প্রকাশিত হয়েছিল
[পৃষ্ঠা: ৮৬৩-৮৬৪]।