দোলন-চাঁপা
আমার কাঁচা মনে রঙ ধরেচে আজ,
আমার ভুবন উঠচে রেঙে
আমায়
দিনের আলোয় নিলেন বুকে আপনি লজ্জাহারী!
আমার
কিসের সজ্জা, কিসের লজ্জা, কিসের পরানপণ?
কাজী নজরুল ইসলাম
মুখরা
ক্ষমা করো মা গো আমার আর কি সাজে লাজ?
আমার কাঁচা মনে রঙ ধরেচে আজ॥
তার পরশের সোহাগ লেগে,
ঘুমিয়ে ছিনু দেখনু জেগে মা,
আমায়
জড়িয়ে বুকে দাঁড়িয়ে আছেন নিখিল হৃদয়-রাজ!
ক্ষমা করো মা গো আমার আর কি সাজে লাজ?
মা
গো, আমি আর কি মিথ্যা লজ্জা করে পারি?
আমায়
দিনের আলোয় নিলেন বুকে আপনি লজ্জাহারী!
জগৎ যারে পায় না সেধে
সেই সে যখন সাধছে কেঁদে
আমার চরণ বক্ষে বেঁধে মা,
আমি
বাঁধব না চুল, এই ভালো মোর ভিখারিনীর সাজ।
ক্ষমা করো মা গো আমার আর কি সাজে লাজ?
মা গো
বক্ষে আমার বিশ্বলোকের চির-চাওয়া ধন,
আমার
কিসের সজ্জা, কিসের লজ্জা, কিসের পরানপণ?
বিশ্ব-ভুবন যার পদছায়
সেই এসে হায় মোর পদ চায়,
আমার
সুখ-আবেগে বুক ফেটে যায় মা,
আজ
লাজ
ভুলেছি, সাজ ভুলেছি, ভুলেছি সব কাজ।
ক্ষমা করো মা গো আমার আর কি সাজে লাজ?
রচনা ও প্রকাশকাল:
কবিতাটি প্রথম দোলন-চাঁপা গ্রন্থে স্থান পেয়েছিল।