ফণিমনসা
কাজী নজরুল ইসলাম


                            হেমপ্রভা
                                (গান)
কোন অতীতের আঁধার ভেদিয়া
                আসিলে আলোক-জনন
প্রভায় তোমার উদিল প্রভাত
                হেম-প্রভ হল ধরণ

ভগ্ন দুর্গে ঘুমায়ে রক্ষী
এলে কি মা তাই বিজয়-লক্ষ্মী,
'মেয়্ ভুখা হুঁ'-র ক্রন্দন-রবে
                নাচায়ে তুলিলে ধমন

এসো বাংলার চাঁদ-সুলতানা
                বীর-মাতা বীর-জায়া গো॥
তোমাতে পড়েছে সকল কালের
                বীর-নারীদের ছায়া গো॥

শিব-সাথে সতী শিবানী সাজিয়া
ফিরিছ শ্মশানে জীবন মাগিয়া,
তব আগমনে নব-বাংলার কাটুক আঁধার রজন

মাদারিপুর
২৯ ফাল্গুন, ১৩৩২