ঝিঙেফুল
কাজী
নজরুল ইসলাম
হোঁদল-কুঁৎকুতের বিজ্ঞাপন
মিচ্কে-মারা কয় না কথা মনটি বড় খঁতখুঁতে।
'ছিচ্কাঁদুনে' ভ্যাবিয়ে ওঠেন একটু ছুঁতেই না ছুঁতে।
ড্যাব্রা ছেলে ড্যাব্ড্যাবিয়ে তাকিয়ে থেকে গলা ফুলান,
সন্দেশ এবং মিষ্টি খেতে- বাস্রে বাস্-এক জাম্বুবান!
নিন্মমুখো-যষ্টি ছেলে দশটি ছেলে লুকিয়ে খান,
বদ্মায়েশির মাসি পিসি, আধখানা চোখ উঁচিয়ে চান!
হাঁদারা হয় হন্দ বোকার, সব কথাতেই হাঁ করে!
ডেঁপো চতুর আধ ইশারায় সব বুঝে নেয় ঝাঁ করে!
ভোঁদা খোকার নামটি ভুঁদো বুদ্ধি বেজায় তার ভোঁতা।
সবচেয়ে ভাই ইব্লিস হয় যে ছেলেদের ঘাড় কোঁতা।
পুঁয়ে-লাগা সুট্কো ছেলে মুখটা সদাই মুচ্কে রয়!
পেটফুলো তার মস্ত পিলে, হাত-পাগুলোও কুঁচকে রয়
প্যাট্রা ছেলের য়্যাব্বড় পেট, হাত নুলো আর পা সরু!
চলেন যেন ব্যাংটি হো হো উ-র্ গজ-ঢাক গাল পুরু !
গাব্দা ছেলের মনটি সাদা একটুকুতেই হন খুশি,
আদর করে মা তারে তাই নাম দিয়েছেন মন্টুসি।
ষাঁড়ের নাদ সে নাদুসনুদুস্ গোবর-গণেশ যে শ্রীমান,
নাদার মতন য়্যাভ্ ভুঁড়ি তাঁর চল্তে গিয়ে হুমূড়ি খান!
ছ্যাঁচড় ছেলে বেদড় ভারি ধুম্সুনি খায় সব কথায়।
উদ্মো ছেলে ছটফটে খুব একটুকতেই উৎপুতায়! -
দুষ্টু এবং চুলবুলেরা সবখানে পায় লজ্জা ঢের।
বোঁচা-নাকা খাঁদা যে হয় নাম রেখো তার চাম্চিকে,
এসব ছেলে তেঁদড় ভারি ডরায় না দাত-খাম্চিকে!
টুনিখুকির মুখটি ছোট টুন্টুনি তার মন সরল,
ময়না-মানিক নাম যার ভাই মনটি তারও খুব তরল!
গাল টেবো যাঁর নাম টেবী তাঁর একটুকুতেই যান রেগে।
কান্-খড়্কে মায়ের লেঠা, রয় ঘুমুলেও কান জেগে।
খুদে খুকির নামটি টেঁপু মা-দুলালি আব্দেরে।
ডর্-পুকুনে আঁৎকে ওঠে নাপ্তে দেখে আঁক করে!
পুঁটুরানি বাপ-সোআহাগি নন্দদুলাল মানিক মা'র
দাদু বুড়োর ন্যাওতা যে ভাই মট্ক ছাগল নামটি তার!
ভূতো ছেলে ঠগ বড় হয়, ভয় করে না কাউকে সে,
নাই পরোয়া যতই কেন কিল আর থাপড় দাও ঠেসে।
দস্যি ছেলে ভয় করে না চোখ-রাঙানি ভূত-পেরেত,
সত্র-চোখি জুজুর খোঁজে বেড়িয়ে বেড়ায় রাতবিরেত !
ডান্পিটেরা ঝুল্ঝাপ্পুর গুলি-ডাণ্ডায় মদ্দ খুব !
বাঁদ্রা-মুখোর ভ্যাম্চিয়ে মুখ দাঁত খিঁচে বে-হন্দ হুব !
বীর বাদল সে-দেশের তরে প্রাণ দিতে ভাই যে শিখে,
আন্বে যে সাত-সাগর-পারের বন্দিনী দেশ-লক্ষ্মীকে !
কেউ যদি ভাই হয় তোমাদের এম্নিতর মর্দ ফের,
হো হো! তাকে পাঠিয়ে দেবো বাচ্চা হোঁদল্ কুঁকুতের !
'অঙ্কুর' পত্রিকা [আষাঢ় ১৩২৭ (জুন ১৯২০) সংখ্যা]। এই কবিতাটি পরে ঝিঙেফুল [চৈত্র ১৩৩২ (এপ্রিল ১৯২৬)] নামক শিশুতোষ কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল।