মরুভাস্কর

কাব্যগ্রন্থ

প্রকাশকাল: ১৯৫১ খ্রিষ্টাব্দ, ১৩৫৭ বঙ্গাব্দপ্রকাশক: শাহজাহান, প্রভিন্সিয়াল বুক ডিপো, ভিক্টোরিয়া পার্ক (সাউথ), ঢাকা। প্রচ্ছদপট: শ্রীসুমুখনাথ মিত্র। মুদ্রাকর: শ্রীগৌরচন্দ্র পাল; ৬৫/৭ কলেজ স্ট্রিট, কলিকাতা। পৃষ্ঠা: ৯৯। মূল্য সাড়ে তিন টাকা। প্রকাশক তাঁহার 'আরজ'-এ বলেন যে, তিনি 'গ্রন্থের পাণ্ডুলিপি' পাইয়াছিলেন সুগায়ক আব্বাসউদ্দীন আহমদের '‌সৌজন্যে'। গ্রন্থটি তিনটি সর্গ বিভাক্ত। এই সর্গ তিনটিত মোট ১৮টি খণ্ড-কবিতা অন্তর্ভুক্ত হয়েছে।

সূচি: