প্রলয়-শিখা
 
চাষার গান 
 
কাজী নজরুল ইসলাম
	
             
			কে রাবণ     করে হরণ দেখব রে তাই॥
			আমাদের     ঘরের বেটির কেশের মুঠি ধরে নে যায় সাগরপারে,
			দিয়ে হাত    মাথায় শুধু ঘরে বসে রইব না রে।
			যে লাঙল    ফলা দিয়ে শস্য ফলাই মরুর বুকে,
			আছে সে     লাঙল আজও রুখব তাতেই রাজার সেপাই॥
			পাঁচনির      আশীর্বাদে মানুষ করি ঠেঙিয়ে বলদ,
			সে পাঁচন    আছে আজও ভাঙব তাতেই ওদের গলদ।
			যে-জলে     ভাসছি মোরা চল সে-জলে ওদের ভাসাই॥
			পাথুরে       পাহাড় কেটে নিঙাড়ি নীরস ধরা,
			আনি রে     ঝরনাধারা এ নিখিল শীতল করা।
			আজি সে    গাঁইতি শাবল কোথায় গেল, হাতে কি নাই॥
			খেতেছে     ফসল নিতুই ডিঙিয়ে বেড়ার কাঁটা,
			এবারের     পুজোয় নতুন বলি দে সে-সব পাঁঠা।
			দেখিবি      আসবে ফিরে শক্তিময়ী আবার হেথাই॥