প্রলয়-শিখা
 মোয়াজ্জিন 
		পত্রিকার 'কর্তিক-অগ্রহায়ণ ১৩৩৬' সংখ্যায় কবিতাটি প্রকাশিত হয়েছিল।  
		প্রাণতোষ চট্টোপাধ্যায় তাঁর 'কাজী নজরুল'  লিখেছেন- 'তিনি ১৩৩৫ 
		বঙ্গাব্দে 'খেয়ালী' নামে একটি স্বল্বায়ু মাসিক প্রকাশ করেন এবং কবি তারই 
		জন্য 'আশীর্বাণী' স্বরূপ 'খেয়ালী' কবিতাটি লিখিয়া দেন।'
কাজী নজরুল ইসলাম
	
		               
		খেয়ালি 
		
		আয় রে পাগল আপন-বিভোল খুশির খেয়ালি
		হাতে নিয়ে রবাব-বেণু রঙিন পেয়ালি!
		           
		জপুরিদের প্রমত্ততায়
		           
		মাতুক ওরা রাজার সভায়
		আঙিনাতে জ্বালরে তোরা অরুণ-দেয়ালি
		স্বপনলোকের পথিক তোরা ধরার হেঁয়ালি।