প্রলয়-শিখা
কাজী নজরুল ইসলাম


রঙিন খাতা

রেঙে উঠুক রঙিন খাতা
        নতুন হাতের নতুন লেখায়
মুখর হউক নিথর কানন
        নিত্য নূতন কুহু-কেকায়।
নিটোল আকাশ টোল খেয়ে যাক
        হাজার পাখির গানের দোলে,
লেখার কুসুম ফুটে উঠুক
        খাতার পাতার কোলে কোলে।
হাজার দেশের গানের পাখির
        হাজার রাঙা পালক ঝরে
রচে তুলুক অমর ঝাঁপি,
        দুলুক বীণাপাণির করে।