প্রলয়-শিখা
কাজী নজরুল ইসলাম
গান
[তিলক-কামোদ ও শুভাবতী-সাদ্রা ও গীতাঙ্গী]
জয় ভারতী শ্বেত শত-দলবাসিনী,
বিষ্ণু-শরণ-চরণ আদি বাণী।
কণ্ঠ-লীনা বাজিছে বীণা,বীণা,বিশ্ব ঘু’রে গাহে সে সুরে
জয় জয় বীণাপাণি॥
শুনি সে-সুর অন্ধ নভে
উদিল গ্রহ তারকা সবে, সবে,মাতিল আলো-মহোৎসবে মা,
বিশ্বরানী॥
আদি সৃজন-দিনে অন্ধ ভুবনে,
তোমার জ্যোতি আলো দিল মা নয়নে।নয়নে। জ্ঞান-প্রদায়িনী হৃদয়ে আলো দিলে,
ধেয়ান-সুন্দর করিলে সব নিখিলে।
উর মা উর আঁধার-পুরে আলো দানি’॥ানি’॥