খুকি ও কাঠবেড়ালী
নজরুলের রচিত রেকর্ডে প্রকাশিত শ্রুতি নাটক।

১৯২৬ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র-বৈশাখ ১৩৩৩) মাসে প্রকাশিত হয়, নজরুলের রচিত শিশুতোষ কাব্যগ্রন্থ ঝিঙেফুল। এই গ্রন্থে 'খুকী ও কাঠবেড়ালী' কবিতাটি ছিল। ১৯২৬ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র-বৈশাখ ১৩৩৩) মাসে প্রকাশিত হয়, নজরুলের রচিত শিশুতোষ কাব্যগ্রন্থ ঝিঙেফুল। এই গ্রন্থে এই গানটি স্থান পেয়েছিল।

১৯৩২ নভেম্বর  (কার্তিক-অগ্রহায়ণ ১৩৩৯) এইচএমভি রেকর্ড কোম্পানি 'খুকী ও কাঠবেড়ালী' শিরোনামে একটি রেকর্ড প্রকাশ করে। এই সময় 'খুকী ও কাঠবেড়ালী' কবিতার আগে একটি গানটি যুক্ত করা হয়। গানটি হলো- ধারণা করা যায়, রেকর্ডে 'খুকী ও কাঠবেড়ালী' প্রকাশের সময় নজরুলে এই গানটি রচনা করেছিলেন। এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে 'খুকী ও কাঠবেড়ালী' শিরোনামে রেকর্ড প্রকাশ করা হয়। রেকর্ড নম্বর জিটি ২০। রেকর্ড বুলেটিনে 'ঝিঙে ফুল' উল্লেখ ছিল। এই গানটি গেয়েছিল শিশুমঙ্গল সমিতির শিল্পীরা।