বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কি মজার কড়াই ভাজা কুড়র মুড়ুর খাইরে
কি মজার কড়াই ভাজা কুড়র মুড়ুর খাইরে,
যদি পয়সা একটি পাইরে।
মোদের জামাও আছে পকেটও আছে
পয়সা কিন্তু নাই রে॥
দাদা, পয়সা যদি পাই
চল পেয়ারা তলায় যাই,
আমি আনি নুন লঙ্কা, তুমি লুকিয়ে চল বাইরে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯২৬ খ্রিষ্টাব্দের এপ্রিল
(চৈত্র-বৈশাখ ১৩৩৩) মাসে প্রকাশিত হয়,
নজরুলের রচিত শিশুতোষ কাব্যগ্রন্থ
ঝিঙেফুল।
এই গ্রন্থে 'খুকী ও কাঠবেড়ালী' কবিতাটি ছিল।
১৯২৬ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র-বৈশাখ ১৩৩৩) মাসে প্রকাশিত হয়, নজরুলের রচিত
শিশুতোষ কাব্যগ্রন্থ
ঝিঙেফুল।
এই গ্রন্থে এই গানটি স্থান পেয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ১৬ বৎসর ১১ মাস।
১৯৩২ নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৩৯) এইচএমভি রেকর্ড কোম্পানি 'খুকী ও
কাঠবেড়ালী' শিরোনামে একটি রেকর্ড প্রকাশ করে। এই সময় 'খুকী ও কাঠবেড়ালী' কবিতার
আগে একটি গানটি যুক্ত করা হয়। ধারণা করা যায়, রেকর্ডে
'খুকী ও কাঠবেড়ালী' প্রকাশের সময় নজরুলে এই গানটি রচনা করেছিলেন।
এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৫ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২ খ্রিষ্টাব্দ]। ২৫৪০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৭৮২।
- নজরুল-সঙ্গীত স্বরলিপি
ঊনপঞ্চাশতম খণ্ডে। স্বরলিপিকার: ইদ্রিস আলী। কবি নজরুল ইন্সটিটিউট,
কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ২৮-২৯ [নমুনা]
- রেকর্ড: এইচএমভি। নভেম্বর ১৯৩২ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৩৯)। জিটি ২০।
রেকর্ড বুলেটিন: ঝিঙে ফুল। নাটিকা:
খুকী ও কাঠবেড়ালী। শিল্পী: শিশুমঙ্গল সমিতি।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- ইদ্রিস আলী। ১৯৩২ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি
থেকে প্রকাশিত
খুকী ও কাঠবেড়ালী
নামক শ্রতি নাটকের অন্তর্ভুক্ত গানের [শিল্পী: শিশুমঙ্গল সমিতির শিল্পীবৃন্দ] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি
ঊনপঞ্চাশতম খণ্ডে
অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: শিশুতোষ
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- গ্রহস্বর:
র্স