শিরোনাম: শব্দভেদী শিখেছি, শব্দ শুনে ছুঁড়ব।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: সিন্ধু বধ)।
শব্দভেদী শিখেছি, শব্দ শুনে ছুঁড়ব।
শব্দ শুনে শব্দভেদী, মোর একবার দেখব॥
           রাজ দশরথ আমি,
           জন ও বনের স্বামী,
বনের পশুর শব্দ শুনে, শব্দভেদী মারব॥