শিরোনাম: সিন্ধু, সিন্ধু, সিন্ধু, ওরে উথলিয়া ওঠে প্রাণ
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: সিন্ধু বধ)। 
সিন্ধু, সিন্ধু, সিন্ধু, ওরে উথলিয়া ওঠে প্রাণ।
মা, বাবা বলে ডাকবি না আর করবি না অভিমান॥
          পিপাসা বারি আনিবারে এসে,
          প্রাণ দিলি বাপ্ তুই অবশেষে,
মৃগসম মলি, পরাণ ইন্দু, বুকে বিঁধে ভেদি বাণ॥
          সিন্ধুর শোকে মোরা দুইজনে,
          মরিব এখানে ইচ্ছা মরণে,
মরিব মরিব পুত্রের শোকে, ত্যাজিব এখনি প্রাণ॥
          রাজা দশরথ সাজাও চিতা
          তিন শব তুলে দাও তুমি সেথা,
রাজা দশরথ, দিনু অভিশাপ, পাবে নাকো তুমি ত্রাণ॥