শিরোনাম: বল বল ওহে ওস্তাদ লেটো গানের আসরেতে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: সিন্ধু বধ)।
বল বল ওহে ওস্তাদ লেটো গানের আসরেতে।
কি অভিশাপ দিয়েছিল, অন্ধ মুনি অন্ধাকিনীতে॥
        ঐ অভিশাপের ফল কি হবে,
        ওস্তাদ তুমি বলে যাবে,
বলতে পারলে জিলাপী পাবে, বলবে ওস্তাদ এখানেতে॥
        কি ঘটনা ঘটেছিল,
        সেই ঘটনা যদি বল,
                ফুলমালা পাবে গলেতে॥
        দুখু কাজী প্রশ্ন করে,
        লেটো গানের এ আসরে
বজলে করীম গুরু যে তাঁর, জানেন তা তো সকলেতে॥