শিরোনাম: সখিগণ চল, চল সরোবরে যাব।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: দেবযানী-শর্মিষ্ঠা)।
সখিগণ চল, চল সরোবরে যাব।
সরোবরে মনসুখে জলকেলি করিব॥
    ওলো নিয়ে আয় গামছা শাড়ি,
    ফুলের সাজি, তেলের খুবি,
বাগেতে ফুল তুলিয়া খোঁপাতে পরিব॥