শিরোনাম: শব্দভেদী শিখেছি, শব্দ শুনে ছুঁড়ব।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: সিন্ধু বধ)।
 
দাঁতাল হাতি মেরেছেন রাজা শব্দভেদী বাণে।
শব্দভেদি মারা দেখে, বন মুখরিত জয়গানে॥
            শিং দুটো কেটে নিয়ে,
            রাজ-মুকুট বানাব গিয়ে,
মুকুট মাথায় রাজা দশরথ বসিবে সিংহাসনে॥