শিরোনাম: সখি রে, মলয় বহিছে ধীরে উপবনে তরু শাখে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: দেবযানী-শর্মিষ্ঠা)।
সখি রে, মলয় বহিছে ধীরে উপবনে তরু শাখে।
বসন্তের সাড়া পেয়ে কুহু তানে পিক ডাকে॥
পিউ কাঁহা পিউ কাঁহা বিহগী ডাকিছে ঐ,
তুমি সখি একাকিনী যৌবনে পিউ কই,
কোকিল কোকিলা পানে, ঐ চাহে আড় চোখে॥