শিরোনাম: লেগেছে কেমন মজা, চলিছে টানাটানি।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: দেবযানী-শর্মিষ্ঠা)।
লেগেছে কেমন মজা, চলিছে টানাটানি।
শাড়ি লয়ে ঝগড়া করে শর্মিষ্ঠা দেনযানী॥
            কার শাড়ি কেবা টানে,
            টানাটানি দুইজনে
সামান্য শাড়ি লয়ে চলিছে হানাহানি॥