শিরোনাম: বল, বল, বল ওস্তাদ দেবযানীর কি উপায় হবে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: দেবযানী-শর্মিষ্ঠা)।
বল, বল, বল ওস্তাদ দেবযানীর কি উপায় হবে।
কেমন করে কূপ হইতে দাবযানী মুক্তি পাবে॥
            কে ইহারে উদ্ধার করিবে,
            কি রূপে সে হেথা আসিবে,
উদ্ধারের পর কি হইবে; সেই কথাটি বলে যাবে॥
            উদ্ধারের পর দেবযানী।
            কি করিবে? বলবে গুণী,
লেটো গানের আসর মাঝে সকল কথা বলে যাবে॥
            কাজী নজরুল এসলাম বলে,
            লেটো গানের আসর তলে,
যদি সকল কথা যাও হে বলে, বিজয় মালা গলায় পাবে॥