হরিণ শিকার হয়েছে ভাই, ভোজ হবে আজ ভালো।
শব্দ শুনে, শব্দভেদী হরিণ এক মারিল॥
শব্দভেদীর নাই তুলনা,
এই রাজা ছাড়া, কেউ-তা জানে না,
রাজা দশরথ শব্দভেদীর প্রয়োগ জেনেছে ভালো॥
নজরুল এসলাম কয় কাতরে
লেটো গানের এই আসরে,
কথার শব্দে, শব্দ ছুঁড়িব, বুঝিবে ভালো কি কালো॥